Black Coffee Mix( No Sugar, No Caffeine, Low Alcohol)
ইমুনিটি সিস্টেম বুস্ট করতে Ganoderma কফি নিয়মিত কেন খাবেন...?
এই
Black কফির সাথে উচ্চমানের ঔষধীগুনাগুন সম্পন্ন Ganoderma রয়েছে যা
নিয়মিত খেলে শরীলের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ আরও নানান সমস্যা দূর
করে, ঘুমের সমস্যা দূর করে।
ব্ল্যাক কফির উপকারিতা:
১)
ব্ল্যাক কফিতে ওজন কমায় চিনি ছাড়া ব্ল্যাক কফি খেলে খুব তাড়াতাড়ি ওজন
কমে। মেটাবলিজম রেট ৫০ শতাংশ বেড়ে যায় ও একইসঙ্গে পেটে জমে থাকা চর্বি
কমাতে সাহায্য করে।
২) এই ব্ল্যাক কফিতে ডায়বেটিস রোধ
ব্ল্যাক কফি ডায়বেটিসের সম্ভাবনাকে কমিয়ে এটা রোধ করতে সাহায্য করে।
এমনকী ডায়বেটিসে আক্রান্তদের ক্ষেত্রেও এটি বিশেষ কাজ করে।
৩)
এই ব্ল্যাক কফিতে অ্যান্টিঅক্সিডেন্টস ব্ল্যাক কফিতে রয়েছে প্রচুর
পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। এক কাপ কফিতে থাকে ভিটামিন বি২, বি৩, বি৫,
ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ইত্যাদি।
৪)
ব্ল্যাক কফিতে হৃদরোগের ঝুঁকি কমায়। ব্ল্যাক কফি হৃদরোগ সারিয়ে তুলতে
বিশেষ সাহায্য করে। এমনকী হৃদরোগের সম্ভাবনাকেও কমিয়ে দেয়।
৫)
ব্ল্যাক কফিতে পেট পরিষ্কার রাখে: চিনি ছাড়া কফি খেলে শরীরে জমে থাকা
ক্ষতিকর টক্সিন, ব্যাকটেরিয়া প্রস্রাবের আকারে শরীর থেকে বেরিয়ে যায়।
ফলে পেট পরিষ্কার থাকে।
৬) ব্ল্যাক কফিতে স্মৃতিশক্তি
বাড়ায়: ব্ল্যাক কফি মস্তিষ্ককে আরও সচল থাকতে সাহায্য করে। যার ফলে
স্মৃতিশক্তি অনেকখানি বেড়ে যায়। এছাড়া নার্ভকেও সচল রাখতে সাহায্য করে।
৭)
DXN ব্ল্যাক কফিতে ক্যানসারের সম্ভাবনা কমায় ডায়বেটিসের মতো ক্যানসারের
ক্ষেত্রেও অসাধারণ কাজ করে DXN ব্ল্যাক কফি। এর মধ্যে থাকা উপাদান
ক্যানসারের কোষকে জন্মাতে দেয় না।
এছাড়াও মেটাবলিক
ক্ষমতা বৃদ্ধি করে যার কারনে হজমের সমস্যা, ডায়াবেটিস হাইপার টেনশন ওজন
বৃদ্ধির সমস্যা এগুলো ক্ষেত্রে বিশেষ কার্যকারি।
২০টি মিনি প্যাকেট রয়েছে একটি প্যাকেটে
0 Reviews:
Post Your Review