Spirulina - Mushroom Food and Natural Skin Care Shop
SUBTOTAL :

Ads

health price_1850৳ slider
Spirulina

Spirulina

health price_1850৳ slider
Short Description:
Spirulina is a type of algae. People use it for its health benefits, as it is rich in nutrients and has antioxidant properties.

Product Description

Spirulina is a type of algae that grows in fresh or salt water. It comes as a supplement, in tablet or powder form. People use it for its health benefits, as it is rich in nutrients and has antioxidant properties.


Spirulina is among the world’s most popular supplements. It is made from an organism that grows in both fresh and saltwater.


It is a type of cyanobacteria Trusted Source, which is a family of single-celled microbes that are often referred to as blue-green algae. Just like plants, cyanobacteria can produce energy from sunlight via a process called photosynthesis.


Spirulina was consumedTrusted Source by the ancient Aztecs but became popular again when NASA proposed that it could be grown in space for use by astronauts.


These days, people use spirulina to boost the levels of nutrients and antioxidants in their bodies, and it may help protect against various diseases.

রোগ_প্রতিরোধে_স্পিরুলিনার উপকারিতা ও গুনাবলীঃ

★ ৬০-৬৩% উদ্ভিজ্জ আমিষ স্পিরুলিনায় আছে যা কিনা মাংসের চাইতে ৩-৪ গুণ বেশি।

★ স্পিরুলিনায় অধিক পরিমানে প্রোটিন, ভিটামিন, লৌহ ও একাধিক খণিজ পদার্থ থাকে।

★ সাধারন খাবার হিসেবে এটি খাওয়া যাবে প্রতিদিন।

★ মুল্যবান ভেষজ হিসেবে দেশে-বিদেশে স্পিরুলিনার প্রচুর চাহিদা রয়েছে।

★ স্পিরুলিনা দেহের শক্তি যোগায় প্রচুর পরিমাণে।

★ সাইক্লিস্ট ও অ্যাথলেটিকসদের জন্য স্পিরুলিনা উপকারী খাবার।

★ স্পিরুলিনা একটি শক্তিবর্ধক সম্পূরক খাদ্য।

★ স্পিরুলিনা নিয়মিত খেলে দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণ করে পুষ্টিহীনতা, রক্তশূন্যতা, রাতকানা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আলসার, বাত, হেপাটাইটিস ও ক্লান্তি দূর হবে।

★ স্পিরুলিনার প্রায় অর্ধেকটাই আমিষ।

★ দিনে মাত্র ১০ গ্রাম স্পিরুলিনা খেয়ে দৈনিক আমিষ চাহিদার ৭০% মেটানো সম্ভব।

★ পেশিকলা গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে স্পিরুলিনা । এছাড়াও এটি শরীর থেকে বের করে দেয় দিনের পর দিন জমে ওঠা ক্ষতিকর সব টক্সিন।

★ এটি পরিশ্রম করার ক্ষমতা বাড়ায় এবং শরীরের ওজনও রাখে নিয়ন্ত্রনে।

★ সবুজ শ্যাওলাতে ৬০% এর মত সব ভেজিটেবলের প্রোটিন আছে।

★ প্রোটিন যুক্ত খাবার যেমন মাছ, মাংস, দুধ বা ডিমর চাহিদা স্পিরুলিনা পুরুন করতে পারে।

Packaging Size: 120 Tablet


 

0 Reviews:

Post Your Review