Noni Capsule - Mushroom Food and Natural Skin Care Shop
SUBTOTAL :

Ads

health price_1350৳
Noni Capsule

Noni Capsule

health price_1350৳
Short Description:
প্রাচীন যুগে আদিবাসীদের কাছে এই ফলটি অলৌকিক বিস্ময়কর উদ্ভিদ হিসেবে সমাদৃত। ঔষধি গুন সম্পন্ন এই ফলটি পৃথিবীর অন্যান্য দেশে ও অসাধারণ ক্ষমতাসম্পন্ন ঔষধ।

Product Description

Noni Capsules

Morinda Citrifolia বা ননী ফল

মরিন্ডা সাইট্রোফলিয়া একটি ফল যা নোনী ফল নামে পরিচিত। এই ফলটি দুই হাজার বছর আগে পলিনেশিয়া, এশিয়া, এবং অস্ট্রেলিয়ায় পাওয়া গেছে। প্রাচীন যুগে আদিবাসীদের কাছে এই ফলটিকে অলৌকিক বিস্ময়কর উদ্ভিদ হিসেবে সমাদৃত। ঔষধি গুন সম্পন্ন এই ফলটি পৃথিবীর অন্যান্য দেশে ও অসাধারণ ক্ষমতাসম্পন্ন ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে।


উপকারিতাঃ

ক্যানসার প্রতিরোধক গবেষণায় দেখা গেছে, ক্যানসারের মত ভয়াবহ সমস্যার ক্ষেত্রেও ওষুধের মত কাজ করে ননী ফল।


  • ইউরিক অ্যাসিডের সমস্যা: অনেকের শরীরেই ইউরিক অ্যাসিড বেশী থাকে।অর্থাৎ ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যেটার কারণে নানান সমস্যা হয়।হাঁটুতে প্রচণ্ড ব্যথা থাকে।এছাড়াও আরও নানান সমস্যায় পড়তে হয়।এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পাওয়া যে কতটা কঠিন যারা এই সমস্যায় ভুগছেন তারাই জানেন। সবসময় ওষুধ খেয়ে যেতে হয়।কিন্তু এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ননী ফল যেটা ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে।

 

  • ক্যান্সারের ওষুধ ননী: বর্তমান বিভিন্ন স্টাডি বলছে,ক্যান্সারের মত ভয়াবহ সমস্যার ক্ষেত্রেও ওষুধের মত কাজ করে ননী ফল।কারণ এতে আছে ক্যান্সার ফাইটিং নিউট্রিইয়েন্ট এবং টিউমার ফাইটিং উপাদান।বিশেষত ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটা বেশ ভালো ফল দেখিয়েছে।


  • বডি ইমিউনিটি বাড়াবে: বডির ইমিউন সিস্টেমকে উন্নত করতে খান ননীর রস।প্রতিদিন যদি ননীর রস খাওয়া যায়,তাহলে বিভিন্ন রোগ থেকে থাকবেন অনেক দূরে।কারণ এতে থাকা অ্যান্টি-ফাঙ্গাল,অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান।শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়।


  • সর্দি কাশিতে: খুব ঠাণ্ডা লাগার ধাত?তাহলে খান ননী ফল।আস্তে আস্তে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।কারণ এতে আছে অ্যান্টি-ভাইরাল উপাদান।
  • হাড়ের সমস্যায়: হাড়ের সমস্যার ক্ষেত্রে ননী ফলের রস খুব উপকারী।এমনটাই মনে করছেন ফরটিস্ হসপিটালের চিকিৎসক ডক্টর আহুজা।তাঁর দাবী যারা হাড়ের সমস্যায় ভুগছেন,গাঁটে গাঁটে ব্যথা,তাদের ক্ষেত্রে এই ফল খুব উপকারী।
  •  স্কিনের বয়সকে ধরে রাখবে ননী: স্কিনকে ময়েশ্চারাইজড রাখার সাথে সাথে,ননী ফলের আরেকটা খুব ভালো গুণ হল অ্যান্টি-এজিং হিসাবে কাজ করে।স্কিনকে রাখে টানটান,সতেজ।কারণ এতে আছে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট।স্ক্যা
  • স্ল ইরিটেশন: মাথায় হোক চুলকানি বা অন্যান্য সমস্যা,সমস্ত সমস্যার ক্ষেত্রেই ননী ফল খুব ভালো।স্ক্যাল্পের যেকোনো ইরিটেশন যেমন চুলকানি,ফুসকুড়ি,এমনকি খুশকির মত সমস্যাও কমাতে সক্ষম এই ননী ফল।কারণ এতে আছে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ যা স্ক্যাল্পের এই ধরণের সমস্যার ক্ষেত্রে বেশ ভালো কাজ করে।তাই স্ক্যাল্পকে ভালো রাখতে খেতেই পারেন ননী।


Noni Capsules: 90’s



 

0 Reviews:

Post Your Review