ত্বকের যত্নে পাকা পেঁপের গুণাগুণ
কাজের
ব্যস্ততায় আলাদাভাবে ত্বকের পরিচর্যা করার সময় হয়ে ওঠে না সবার জন্য ।
প্রতিদিনের কাজের জন্য বাইরে বেরোতে হয় সকলকেই (Skin Care) ৷ ফলে ত্বকের
যত্ন নেওয়া অসম্ভব হয়ে পড়ে ৷ ভরসা রাখতে হয় হাতের কাছাকাছি থাকা বিভিন্ন
উপাদানের উপরে । পেঁপে ত্বকের জন্য ভীষণ উপকারী ৷ ত্বকে পুষ্টি জোগাতে
ব্যবহার করতে পারেন পেঁপের Papaya Facial Scrub
উপাদান সমূহঃ
- পেঁপের এক্সট্র্যাক্ট
- হলুদের এক্সট্র্যাক্ট
- অ্যাকোয়া
- আখরোট শেল পাউডার
- নিয়াসিনামাইড
- ক্যাথন সিজি
- সুগন্ধি
উপকারিতাঃ
- ত্বক উজ্জ্বল করতে
- ত্বকের দাগ দূর করতে
- ত্বকের ব্লাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতে
- মেছতা দাগ দূর করতে
- স্কিনের ন্যাচারাল ভাব ধরে রাখতে
- বয়সের ছাপ কমাতে
- গোড়ালির যত্নে
- ত্বকের তারুণ্য ধরে রাখতে
পেঁপের আলফা হাইড্রক্সিল অ্যাসিড মুখে বয়সের দাগ পড়তে দেয় না । পাশাপাশি পেঁপের ভিটামিন ই এবং সি ত্বক করে টানটান ।
0 Reviews:
Post Your Review