Rich in Vitamin C which is necessary to keep your immune system strong, promotes healthy gums and beautify your skin complexion. roselle also has vitamin b1 (Thiamine), vitamin B2 (Riboflavin) and Vitamin B2 (Niacin) important for converting calories from protein, fat and carbohydrates into energy.
-Contains many types of amino acids and nutrients such as protein, carbohydrate, iron, calcium which are very important to our body.
-Helps reduce fever and soothes cold.
-High level of antioxidants such as flavanoids which are good for our heart and body.
-Used as treatment for Urinary Tract Infection (UTI)
মালয়েশিয়ার তৈরি রোজেল জুস শুধু সুন্দর ও সুস্বাদুই নয় এর আছে অনেক স্বাস্থ্যকর উপকারিতা যা আপনাকে সুস্থ এবং সুন্দর শরীর পেতে সাহায্য করবে।
রোজেল জুসের উপকারিতাঃ
১. মেদ ও ওজন হ্রাসে সহায়তা করে ।
২.মানসিক বিষণ্ণতা কমাতে সাহায্য করে।
৩.অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকায় উচ্চ রক্ত-চাপ এবং উচ্চ কোলেস্টেরল কমায় ।
৪.এন্টি-ক্যান্সার প্রোপার্টি দ্বারা উৎপাদিত হওয়ায় ক্যান্সার প্রতিরোধক ।
৫.পাচক, প্রতিরক্ষা ব্যবস্থা, এবং প্রদাহ-জনিত সমস্যা দূর করে ।
৬.দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে গতিশীল করে।
৭.ভিটামিন সি, খনিজ এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টসমূহের সমৃদ্ধ ।
৮.মাসিক এর ব্যাথা প্রশমিত করে এবং হরমোনের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।
৯.প্রস্রাবের ইনফেকশন এবং কিডনির পাথর এর সমস্যা দূর করতে সাহায্য করে।
0 Reviews:
Post Your Review